শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০১ এপ্রিল ২০২৫ ১০ : ০২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ সরকার আজ (১ এপ্রিল) থেকে উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর এবং মাইহর-সহ রাজ্যের ১৭টি ধর্মীয় শহর এবং গ্রাম পঞ্চায়েতে মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত ২৪শে জানুয়ারি লোকমাতা অহল্যাবাঈয়ের শহর নামে পরিচিত মহেশ্বরে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
যে শহরগুলিতে মদ নিষিদ্ধ করা হল তার মধ্যে রয়েছে, উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর, মন্ডলেশ্বর, ওরছা, মাইহর, চিত্রকূট, দাতিয়া, পান্না, মন্ডলা, মুলতাই, মন্দসৌর এবং অমরকন্টক। এছাড়াও, কিছু গ্রাম পঞ্চায়েত অঞ্চলেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রামায়ণী কুটি আশ্রম মহন্ত রাম হৃদয় দাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। মধ্যপ্রদেশ সরকারকে আমাদের শুভেচ্ছা। তবে এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। আমরা আশা করি সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়িত হবে।"
পদ্মশ্রী বি কে জৈন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "এটি ভবিষ্যতে ভালো ফলাফল দেবে। আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তবে এটি কেবল সরকারের দায়িত্ব নয়, জনসাধারণের সকলকে এর জন্য সহযোগিতা করতে হবে। আমার পরামর্শ হল যে, চিত্রকূটের জন্য মধ্যপ্রদেশ সরকার যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, উত্তরপ্রদেশ সরকারও চিত্রকূটের জন্য এটা করুক। তবেই মদ নিষিদ্ধ করা সম্ভব হবে।"
মহামণ্ডলেশ্বর শান্তি স্বরূপানন্দ জি মহারাজ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, উজ্জয়িনকে 'সপ্তপুরী' (সাতটি পবিত্র শহর) এবং ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বাবা মহাকালের আবাসস্থল হিসেবে গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। তিনি তাঁর আগের পরামর্শ তুলে ধরে উজ্জয়িনকে ‘পবিত্র তীর্থ’ ঘোষণা করার দাবি জানিয়েছেন। উজ্জয়িন শহরে মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।
স্বরূপানন্দ জি মহারাজ বলেছেন, "প্রতি ১২ বছর অন্তর এখানে সিংহস্থ মহাকুম্ভের আয়োজন করা হয়। সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন। আমি আগেই বলেছিলাম যে উজ্জয়িনীকে পবিত্র তীর্থ ঘোষণা করা উচিত, যার অর্থ মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করা হবে। এখন যেহেতু প্রথম পদক্ষেপ করা হয়েছে এবং মদ নিষিদ্ধ করা হয়েছে, এটি মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি স্বাগত পদক্ষেপ। এটি অনেক আগেই করা উচিত ছিল। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত উজ্জয়িনীকে পবিত্র তীর্থ ঘোষণা করা এবং মদ ও মাংসের দোকান উভয়ই নিষিদ্ধ করা উচিত।"
নানান খবর

নানান খবর

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

ইন্ডিগো বিমানে শিশুদের গলার সোনার চেন চুরির অভিযোগে ক্রু সদস্যের বিরুদ্ধে মামলা

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক